14 C
আবহাওয়া
১০:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » নতুন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে সংস্কার কমিশন

নতুন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে সংস্কার কমিশন

নতুন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে সংস্কার কমিশন

বিএনএ, ঢাকা: আজ নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার( ৪ ডিসেম্বর) বিকাল ৩টায় নির্বাচন ভবন, কক্ষ নং-৩১৪  সভাকক্ষে অনুষ্ঠানের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করা হয়।

গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সিইসিসহ চার ইসিকে নিয়োগ দেওয়া হয়। সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন।

বিএনএনিউজ/ আরএস/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ