বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্লাস্টিক ও ক্ষতিকর বর্জ্য মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এক পরিষ্কার অভিযান চালিয়েছে ‘পিউর প্লানেট ফর লাইফ’ নামে একটি সংগঠন। সোমবার (৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে ক্যাম্পাসের শহিদ মিনার, বুদ্ধিজীবী চত্বর ও কলা ঝুপড়ির আশেপাশে পরিষ্কার অভিযান পরিচালনা করতে দেখা যায় সংগঠনটিকে।
এ ব্যাপারে সংগঠনটির আহবায়ক আফ্রিদি রহমান নিটু বলেন, বিশ্বকে প্লাস্টিক, পলিথিন ও ইলেকট্রনিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য আমাদের সচেতন হওয়া একান্ত প্রয়োজন। তাই আমরা আগামী প্রজন্মকে নিরাপদ রাখতে ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সবাইকে সচেতন করতে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল পূরনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিশেষত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ও হলগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এ ব্যাপারে কাজ করছি। এ জন্য আমরা কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি যাতে অন্তত পর্যাপ্ত ডাস্টবিন ব্যাবস্থা নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: ইবির শাপলা ফোরামের সভাপতি পরেশ, সম্পাদক রবিউল
এ সময় আরও উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ প্রামানিক, সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ ও রোকন উদ্দিন।
প্রসঙ্গত, প্লাস্টিক, পলিথিন, ইলেকট্রনিক বর্জ্য এবং কার্বন নিঃসরণের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার লক্ষ্য নিয়ে চলতি বছরের ২১ অক্টোবর যাত্রা করে সংগঠনটি।
বিএনএনিউজ/ সুমন/ বিএম