24 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জনসমাগম ছড়িয়ে গেছে আশপাশের এলাকায়ও

জনসমাগম ছড়িয়ে গেছে আশপাশের এলাকায়ও


বিএনএ, চট্টগ্রাম : পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশস্থল ছড়িয়ে আশেপাশের এলাকায় মানুষের ঢল নেমেছে। উৎসুক নেতাকর্মীরা টাইগারপাস মোড় নিউ মার্কেট মোড়,সিআরবি মোড়সহ কদমতলী এলাকায় অবস্থান করছে।কদমতলী এলাকায় ট্রাক থেকে বিলি করা হচ্ছে চকলেট। জনসমাবেশস্থলে আগতদের দেয়া হচ্ছে খাবার পানি ।

প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে চট্টগ্রামজুড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা যায়, পলোগ্রাউন্ড মাঠ জনতায় পরিপূর্ণ। মাঠে জায়গা না পেয়ে অনেক নেতা-কর্মী সামনের সড়কে অবস্থান নিয়েছেন।

রোববার(৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে  আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। জনসভা উপলক্ষে সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী মিছিল নিয়ে পলোগ্রাউন্ডে আসতে থাকেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১১ বছর পর চট্টগ্রাম নগরীতে দলীয় জনসভায় ভাষণ দেবেন।

বিএনএ/ ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ