24 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মেসির গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

মেসির গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

মেসির গোল

বিএনএ ডেস্ক: কাতার বিশ্বকাপে নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে মেসির গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা। ৩৫ মিনিটের মাথায় মেসির মাটি কামড়ানো শটে এগিয়ে যায় আকাশি-নীলরা।

রোববার (৪ ডিসেম্বর) কাতারের আহম্মদ বিন আলী স্টেডিয়ামে রাত ১টায় খেলা শুরু হয়। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে গোল পেলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন জাদুকরের গোলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ৩৫ মিনিটে লিড নেয় স্কালানির শিষ্যরা।

এর আগে বিশ্বকাপে মেসি ৮ গোল করেছেন। তবে নকআউট পর্বে কোন গোল ছিল না। সবগুলোই করেছেন বিশ্বকাপের গ্রুপ পর্বে। তবে বিশ্বকাপের নকআউটে গোল না পেলেও সহায়তা করেছিলেন ৪টিতে।

ম্যাচের প্রথম ৩০ মিনিটে ৬১ শতাংশ বলের দখল রাখলেও, একটি বেশি শট নিতে পারেনি আর্জেন্টিনা। সেই শটটিও অবশ্য লক্ষ্যে ছিল না।

গোল করার পর মেসির উল্লাস।
গোল করার পর মেসির উল্লাস।

উইং এবং মিড দুই দিক থেকেই আক্রমণে গিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙার চেষ্টা করছিলেন মেসিরা। তবে অস্ট্রেলিয়ার ব্যাক লাইনে ছিল অনড়।

শেষ পর্যন্ত ৩৫ মিনিটে মেসিকে এগিয়ে এসেই ভাঙতে হলো অস্ট্রেলিয়ার রক্ষণভাগ। তাঁর প্রথম প্রচেষ্টা অস্ট্রেলিয়ার ডি-বক্স থেকে ফিরে আসলে দিলেও, সেই আক্রমণেই ডি-বক্সে ভেতর থেকে দারুণ এক মাটি কামড়ানো শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।

বিএনএ/এ আর

 

Loading


শিরোনাম বিএনএ