20 C
আবহাওয়া
১১:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ব্যাংকার্স ভয়েস: খুলনা ও বরিশাল বিভাগে ইয়েস কার্ড পেলেন ২৬জন

ব্যাংকার্স ভয়েস: খুলনা ও বরিশাল বিভাগে ইয়েস কার্ড পেলেন ২৬জন

ব্যাংকার্স ভয়েস: খুলনায় ইয়েস কার্ড পেলেন ২৬জন

বিনোদন, ডেস্ক: মিউজিক্যাল রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’ এর খুলনা ও বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রথম রাউন্ডের অডিশন শনিবার(৪ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। এই দুই বিভাগে মোট ২৬জন ইয়েস কার্ড পেয়েছেন পরবর্তী রাউন্ডের জন্য।

ব্যাংকার্স ভয়েস: খুলনা অডিশন
ব্যাংকার্স ভয়েস: খুলনা অডিশন

 

* সব বিভাগের অডিশন শুরুর সময় : সকাল ১০টা।

ইতোমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে অডিশন এ যোগ দিতে এসএমএস মারফত জানানো হবে।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন-০১৬৭-৬৭৩৯৩৩৪(তাহমিদ আরিফ), ০১৭৭০৮৫৭৫৩১(শাহরিয়ার নূর)।

* কোন অংশগ্রহণকারী চাইলে স্পটে গিয়ে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

অন্যান্য বিভাগের অডিশনের সূচি জানতে ক্লিক করুন

আরও জানুন : এসএ টিভিতে ‍শিগগিরই শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস-২০২১’

 

বিএনএনিউজ২৪

Loading


শিরোনাম বিএনএ