16 C
আবহাওয়া
১০:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় অভিভাবক সভা ও দস্তারবন্দি অনুষ্ঠান সম্পন্ন

সাতকানিয়ায় অভিভাবক সভা ও দস্তারবন্দি অনুষ্ঠান সম্পন্ন

উত্তর সাতকানিয়ার খাগরিয়া শফিকুল ইসলাম রাহী এতিমখানা ও হেফজখানার অভিভাবক সভা ও দস্তারবন্দি অনুষ্ঠান

দোহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: উত্তর সাতকানিয়ার খাগরিয়া শফিকুল ইসলাম রাহী এতিমখানা ও হেফজখানার অভিভাবক সভা ও দস্তারবন্দি অনুষ্ঠান (শনিবার) ৪ ডিসেম্বর পরিচালনা কমিটির সভাপতি আবদুল আওয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শফিকুল ইসলাম রাহীর তত্ত্বাবধানেঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দরবারে গারাঙ্গীয়ার খলিফা, আবদুল হালিম রশিদী। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট বীমা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আক্কাস উদ্দিন, মাও. আহমুদুল্লাহ, কাজী এয়ার মোহাম্মদ, এস এম আকবর আলী, মাও. শফিক উল্লাহ, মাও.আবুল বশর, অধ্যক্ষ মোকতার আহমদ, হাফেজ মো. ফারুক, মাও. আব্দুল খালেক, হাফেজ মো. ইসহাক, হাফেজ নুরুল ইসলাম, মাও. আনছার, মাও. আবু বকর, মাও. মোস্তফিজুর রহমান ফারুকী, হামিদুর রহমান সাকিল, প্রবাসী আবদুল মন্নান, ওসমান গণি, আবু সালেহ মাহি, সমাজ সেবক, হাবিবুর রহমান, ইলিয়াস ছাকী, মো. ইসমাঈল, মো. ইউনুছ, আব্দুস সালাম সও. মুহাম্মদ নিজাম উদ্দীন, কে.এম মামুনুর রশিদ, সাংবাদিক আনিসুর রহমান, মাও. জসীম ছাদেক, আবদুস শাকুর, মোহাম্মদ সেলিম, শাহ আলম, আমিনুল ইসলাম, শামছুল ইসলাম, নুরুল ইসলাম প্রমূখ।

দস্তারবন্দি  অনুষ্ঠানে অতিথিগণ হিফজ সম্পন্ন করা ৭ জন ছাত্রকে পাগড়ি পরিধান করিয়ে সনদ ও নগদ অর্থ দিয়ে সম্মানিত করেন।

মো: হামিদুর রহমান সাকিল,জিএন

Loading


শিরোনাম বিএনএ