15 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের তিতাস নদীর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোফাসসেল বাবু (২৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার(৪ ডিসেম্বর) সকালে মেড্ডার শ্মশানঘাট এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মোফাসসেল বাবুর বাড়ি জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। তিনি শহরের মেড্ডা এলাকায় থেকে অটোরিকশা চালাতেন।

পরিবারের সদস্যরা জানান, ফজর নামাজের সময় মোফাসসেলকে একজন কল করেন। পরে তিনি অটোরিকশা নিয়ে বের হন। এর ঘণ্টাখানেক পর মেড্ডার শ্মশানঘাটের একটি কড়ইগাছের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পাশেই অটোরিকশাটি ছিল। মোফাসসেলকে ডেকে নিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি পরিবারের।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ওসি) এমরানুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বিএনএ/ গোলাম সারোয়ার, ওজি

Loading


শিরোনাম বিএনএ
প্রস্তুত ওয়াশিংটন ডিসি: শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা