বিএনএ, ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় লরি চাপায় মাহদী হাসান লিমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (৪ ডিসেম্বর) বিমানবন্দর থানা সূত্রে এ তথ্য জানা যায়। শুক্রবার (৩ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার এসআই মো আসাদুজ্জামান শেখ গণমাধ্যমকে জানান,মাহদী হাসান লিমন মোটরসাইকেল নিয়ে কাওলা পদ্মওয়েল আউট গোয়িংয়ে আসলে একটি লরি তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন । তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহদী হাসান লিমনের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায় থাকতেন তিনি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ ওজি, জিএন