29 C
আবহাওয়া
১০:২৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানকে জাতিসংঘের সদস্যপদ না দেয়ার সিদ্ধান্ত বেআইনি-তালেবান

আফগানিস্তানকে জাতিসংঘের সদস্যপদ না দেয়ার সিদ্ধান্ত বেআইনি-তালেবান

তালেবান সরকারের উপ মুখপাত্র আনামুল্লাহ সামানগানি

বিএনএ, বিশ্বডেস্ক: আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ মুখপাত্র আনামুল্লাহ সামানগানি বলেছেন,  আফগানিস্তানকে জাতিসংঘের সদস্যপদ না দেয়ার সিদ্ধান্ত বেআইনি ও অন্যায়।  এর মাধ্যমে একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে।জাতিসংঘের সদস্যপদ আফগান জনগণের বৈধ অধিকার এবং তা কাবুলকে দিতে হবে।

জাতিসংঘের এ সংক্রান্ত কমিটি বুধবার আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি সুহাইল শাহিনকে মেনে নেয়ার সিদ্ধান্ত স্থগিত করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তালেবান সরকারের  এ আহ্বান জানান।

এদিকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে আফগান প্রতিনিধির দায়িত্বপ্রাপ্ত কূটনীতিক সুহাইল শাহিন বলেছেন, জাতিসংঘে একটি চেয়ার থাকার যে অধিকার আফগান জনগণ সংরক্ষণ করে তা তাদের দেয়া উচিত। দেশটির বিরুদ্ধে যেকোনো ধরনের নিষেধাজ্ঞা অবৈধ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ