14 C
আবহাওয়া
১০:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশের অভিযানে এক নলা বন্দুকসহ রায়হান ফেরদৌস প্রকাশ মোর্শেদ (২৪) নামক এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক রাউন্ড গুলি ও এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। গ্রেপ্তার রায়হান সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মৃত আব্দুল মির্জারখীল সাইরতলী দ্বীপেরকূল গণির ছেলে।

সোমবার (৪ নভেম্বর) রাত একটার দিকে বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সেতু সড়কস্থ পুলিশ বক্সের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

পুলিশ সূত্র জানায়, বাকলিয়া থানার এসআই মো. আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ নতুন ব্রিজস্থ গোলচত্বর এলাকায় ডিউটিকালে রাত ১২টার দিকে বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সেতুর সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে হঠাৎ একজন পথচারী দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদে রায়হান ফেরদৌস প্রকাশ মোর্শেদের দেহ তল্লাশি করলে প্যান্টের সামনের ডান পকেটে ১টি কার্তুজ পাওয়া যায়। আসামির মোবাইল ফোন যাচাই করে আইফোন মোবাইলে থাকা একটি ছবিতে ১ রাউন্ড গুলি এবং অপর একটি ছবিতে গ্রেপ্তার যুবকের ডান হাতের ১টি এক নলা বন্দুক দেখা যায়। তাকে ছবিতে থাকা আগ্নেয়াস্ত্র বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ছবিতে থাকা আগ্নেয়াস্ত্রটি তার নিজের বলে জানায়। এমন কি অস্ত্রটি বর্তমানে তার বসতবাড়িতে রয়েছে বলেও জানায় সে।

এ প্রসঙ্গে সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন পুলিশের ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে রাত ৪ টার দিকে অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানাধীন সাইরতলী গ্রামের বাড়ি থেকে এক নলা বন্দুক ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ