28 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » কর্মীশূন্য বাবুর মৃত্যু বার্ষিকীতে ব্যতিক্রম শুধু বোরহান উদ্দিন মুরাদ

কর্মীশূন্য বাবুর মৃত্যু বার্ষিকীতে ব্যতিক্রম শুধু বোরহান উদ্দিন মুরাদ

কর্মীশূন্য বাবুর মৃত্যু বার্ষীকিতে ব্যতিক্রম শুধু মুরাদ

বিএনএ,চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১২তম মৃত্যুবার্ষিকী ছিল সোমবার ৪ঠা নভেম্বর। বিগত ১২ বছর নানা কর্মসূচীতে মৃত্যু বার্ষীকি পালিত হলেও এবার ছিল একেবারে ভিন্ন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এবার বাবুর কবরে  মৃত্যু বার্ষীকি উপলক্ষে একেবারে নিরব। কর্মী শূন্য বাবুর কবরে শুধু ব্যতিক্রম দেখা গেছে তার একান্ত সহকারী বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে।

এদিকে মৃত্যু বার্ষীকি উপলক্ষে পারিবারিকভাবে কোন আয়োজন না থাকলেও প্রতিবারের মত মৃত্যু বার্ষীকি উপলক্ষে নানা আয়োজন করেছে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ। কোন নেতাকে দেখা না গেলেও নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তিনি ছিলেন সরব।

এদিন মৃত্যু বার্ষীকি উপলক্ষে সকালে হাইলধর এলাকায় প্রয়াত এই নেতার কবরে খতমে কুরআনের আয়োজন করা হয়। এছাড়াও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছেন তিনি। বিভিন্ন এতিমখানায় এসব খাবার বিতরণ করা হয়। সোমবার সকালে কবরে খতমে কুরআন তিলাওয়াত করেন হাফেজরা। পরে আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, ওনি তো এই জনপদের নেতা ছিলেন। সব কিছুর বাইরে এই আনোয়ারার মানুষকে তিনি ভালোবাসতেন সেটা স্বীকৃত। দেশের পরিস্থিতি অনুযায়ী বড় করে কোন আয়োজন করতে না পারলেও ওনার আত্মার শান্তি কামনা করে খতমে কুরআন ও দোয়ার আয়োজন করেছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ