বিএনএ ভোলা : ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবার শুরু হলো নদী-সাগরে মাছ ধরা। মধ্যরাত থেকেই ট্রলার আর নৌকা নিয়ে নদীতে নামেন জেলেরা।
রূপালি ঝিলিকের মোহে জাল ফেলছেন তারা। জেলেরা জানান- নিষেধাজ্ঞাকালে সরকারি চাল পেলেও, ধার-দেনায় দিন কেটেছে তাদের। প্রত্যাশা, কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে, ধারদেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবেন।
এদিকে নিষেধাজ্ঞার সময় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে- দাবি সংশ্লিষ্টদের। তারা বলছেন, এ মৌসুমে বৃষ্টি আর নদীতে পানির চাপ থাকায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে জেলেরাও পাবে পর্যাপ্ত মাছ।
জেলেরা জানান, ‘নিষেধাজ্ঞার সময় আমরা সরকারিভাবে ২৫ কেজি চাল পেয়েছি। কিন্তু সংসারে খাওয়ার জন্য অন্যান্য খাবার কিনতে হয়েছে। আয়-রোজগার বন্ধ ছিল তাই ধারদেনা করে সংসার চালিয়েছি। এখন নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়ে ইলিশ শিকার করে সব ধার দেনা পরিশোধ করতে পারবো বলে স্বপ্ন দেখছি।’
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাবেন বলে আশা করছি। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেরা নেমে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ শিকার করতে পারবেন। তখন তারা তাদের বিগত দিনের ধারদেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। ২২ দিনের নিষেধাজ্ঞা মোটামুটি সফল হয়েছে ।
বিএনএনিউজ/ আরএস/হাসনা/শাম্মী