16 C
আবহাওয়া
১১:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি ছোট পাঁচ গুরুত্বপূর্ণ দোয়া

সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি ছোট পাঁচ গুরুত্বপূর্ণ দোয়া

সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি  ছোট পাঁচ গুরুত্বপূর্ণ দোয়া

বিএনএ,ঢাকা:

আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রাহিম। সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি ছোট পাঁচ গুরুত্বপূর্ণ দোয়া এর বাংলা উচ্চারণ।

১.ঋণমুক্তি

আল্লাহুম্মাকফিনি  বি হালালিকা  আন হারামিকা, ওয়া  আগনিনি  বিফাদলিকা  আম্মান  সিওয়াক।

অর্থ: হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো। আর তোমাকে ছাড়া আমাকে কারও মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো।

 

২. রিজিক বৃদ্ধি

আল্লাহু লাতিফুম্ বি-ইবাদিহি ইয়ারজুকু মাইয়্যাশায়ু, ওয়া হুয়াল কাভিয়্যুল আজিজ।

অর্থ: আল্লাহ নিজের বান্দাদের প্রতি মেহেরবান। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি প্রবল, পরাক্রমশালী। (সুরা শুরা: ১৯)।

 

৩. উত্তম জীবনযাপন

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা; ওয়াত তুক্বা; ওয়াল আফাফা; ওয়াল গেনা।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়াত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি।

৪. সব ধরণের বিপদ থেকে মুক্তি

দোয়া ইউনুস:

লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বলিমিন।

অর্থ: তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই; তুমি পুতঃপবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত (সুরা আম্বিয়া: ৮৭)।

৫. তাওবার দোয়া

আস্তাগফিরুল্লা-হাল্লাজি লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতুবু ইলাইহি।

অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া কোনো উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক। আর আমি তার দিকেই ফিরে যাচ্ছি (তাওবা করছি)।

দোয়া পাঠের শুরু ও শেষে দরুদ পড়া(সল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম) উত্তম।

সংগৃহীত।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ