বিএনএ, ডেস্ক :উত্তর গাজায় হামাসের হাতে আরও ৫ ইসরায়েলী নিহত হয়েছে। হামাসের কাসেম আল ব্রিগেড এ তথ্য জানায় ।
কাসেম আল ব্রিগেড জানায় , উত্তর গাজায় লুকিয়ে থাকা ইহুদী ফোর্সের ওপর হামলা করে তাদের ৫ জনকে হত্যা করে। তারা মেশিন গান ও বোমা হামলা চালায় সেখানে।
এই সপ্তাহে ইসরায়েল গাজায় বিমান ও স্থল হামলা বাড়িয়ে দিয়েছে যা অত্যান্ত ন্যাক্কারজনক ।
বিএনএ/ ওজি
আর জাজিরা থেকে অনূদিত