বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে শনিবার (৪ নভেম্বর) সকালে র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।
সভাপতিত্ব করেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন।
এসআই নাহিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমান, রাউজান থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।
এসময় রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল, উপপরিদর্শক শাহাদাত হোসেন, উপপরিদর্শক শেখ জাবেদ, সোলায়মান পাটোয়ারী, সুজন চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, তপন দে, আবদুল লতিফ, আবু ছালেক, ব্যবসায়ী জসিম উদ্দিনসহ পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে স্কুল/কলেজের ছাত্র-ছাত্রীদেরকে পুলিশের কাজে সহযোগিতা, অপরাধবিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে সভায় আলোচনা করা হয়।
বিএনএনিউজ/ শফিউল আলম, বিএম