19 C
আবহাওয়া
২:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শ্রদ্ধা, ভালোবাসায় আখতারুজ্জামান চৌধুরীকে স্মরণ

শ্রদ্ধা, ভালোবাসায় আখতারুজ্জামান চৌধুরীকে স্মরণ

শ্রদ্ধা, ভালোবাসায় আখতারুজ্জামান চৌধুরীকে স্মরণ

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ভূমিমন্ত্রীর পিতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর একাদশতম মৃত্যুবার্ষিকী।

শনিবার (৪ নভেম্বর) সকাল থেকে মরহুম নেতার প্রতি ভালোবাসা জানাতে চট্টগ্রামের আনোয়ারার হাইলধর গ্রামের বাড়িতে ঢল নামে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মীর।

এসময় তাঁর আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

এদিন সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে কবরে ফাতেহা পাঠ এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

এছাড়াও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চন্দনাইশের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর।

এসময় আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও আখতারুজ্জামান চৌধুরী বাবুর সচিব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।

আরও পড়ুন:

আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, আনোয়ারা উপজেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মিলাদ-দোয়া মাহফিল, খতমে কোরআন ও মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে পালন করা হয়।

আখতারুজ্জামান চৌধুরী বাবু দীর্ঘসময় ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়াও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন চারবার। নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৯৪৫ সালে আনোয়ারা হাইলধর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান চৌধুরী বাবু।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ