বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট-বালু ভর্তি ইঞ্জিনবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত যাত্রী আহত এবং দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ দু’জন হলেন, বাঘাইছড়ির রিটন চাকমা (২০) এবং সুবলং এর এলোমিনা চাকমা (২০)।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বিলের গাছ টিলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি থেকে লংগদুমুখী বালু ভর্তি ইঞ্জিনবোট এবং রাঙামাটির রাজবন বিহারের কঠিন চীবর দানের অনুষ্ঠানে যোগ দিতে আসা যাত্রীবাহী স্পিডবোটের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ডুবে যাওয়া স্পিডবোটের নয় যাত্রীর মধ্যে ৭ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন দু’জন। তারা শিজক কলেজের অধীনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।
বালু ভর্তি ইঞ্জিনবোটের চালক নজরুল ইসলাম বলেন, আমি বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্পিডবোটটি আমার বোটের কাছাকাছি, পলক পড়তেই মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে দু’জনকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করতেছে।
বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি