বিএনএ, বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংবিধান দিবস-২০২২ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগিতায় সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাপ্ত হয়।
র্যালিতে আইন বিভাগে সভাপতি ড. মো: রাজিউর রহমান, সহকারী অধ্যাপক মো: হুমায়ুন কবির, সুরাইয়া জেবিন, প্রভাষক মো: হুমায়ুন কবির, নাহিদা নীলা, চয়ন চাকী, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো: মাহবুবুল আলম এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সংবিধান দিবস প্রসঙ্গে আইন অনুষদের ডিন ড. মো: রাজিউর রহমান বলেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান গুলোর অন্যতম হলো বাংলাদেশ সংবিধান। আর এই সংবিধান তৈরি হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে। বাঙালি জাতির পরাধীনতার শৃংখল ভাঙার যে আকুতি মুক্তি সংগ্রামের মাধ্যমে চিত্রিত হয়েছে তার পুরাধা বা চিত্রকার হচ্ছেন বঙ্গবন্ধু। বাঙালি মুক্তি সংগ্রামের যে উদ্দেশ্যে স্বাধীনতা,সার্বভৌমত্ব, স্বাধিকার, আত্মনিয়ন্ত্রাধিকার প্রতিষ্ঠা পেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শিক নেতৃত্বে তা মূলত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে অন্যতম নিয়ামক বাংলাদেশের শাসনতন্ত্র বা সংবিধানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে চেতনার বাস্তবায়নের ফল।’
এ সময় তিনি আরও বলেন, ‘চার নভেম্বর সংবিধান দিবস কে জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার সরকারকে জানাই আন্তরিক অভিনন্দন। এই ঘোষণার ফলশ্রুতিতে বাহাত্তরের সাংবিধানিক কাঠামোতে ফিরে যাবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সংবিধান একটি জাতির ও রাষ্ট্রের সবচেয়ে মৌলিক ও কেন্দ্রীয় দলিল। বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইনি নয় বরং এতে বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্র বর্ণিত হয়েছে।’
বিএনএ/ মুহা. ফাহীসুল হক ফয়সাল, ওজি