বিএনএ,স্পোর্টসডেস্ক : চলতি বছরের ডিসেম্বর মাসে পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৩ থেকে ২২ ডিসেম্বরে করাচিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবিয়ানরা।
নিরাপত্তার কারণ দেখিয়ে মাঝপথেই সফর বাতিল করে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ড আগে ভাগেই পাকিস্তান সফর বাতিল করে দিয়েছিল। একের পর এক ক্রিকেট বোর্ড খেলতে না চাওয়ায় দেশের ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা যখন বিপন্ন, তখনই পাশে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ।
পাক বোর্ড চেয়ারম্যান রামিজ রাজা এক বিবৃতিতে বলেন, ‘সেপ্টেম্বর ও অক্টোবরে দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজ বাতিল করার পর অবশেষে আমাদের জন্য সুখবর। ডিসেম্বরেই এখানে একদিনের সিরিজ আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর অস্ট্রেলিয়াও খেলতে আসবে আমাদের এখানে।’
একদিনের সিরিজটি সুপার লিগের অংশ হবে। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য এখন সুপার লিগের নিয়ম চালু করেছে আইসিসি।
৯ ডিসেম্বর পাকিস্তানে পৌঁছাবে ক্যারিবিয়ানরা।