28 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে এলো সাড়ে ৫৮ হাজার ফাইজারের টিকা

চট্টগ্রামে এলো সাড়ে ৫৮ হাজার ফাইজারের টিকা

ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে আসছে আজ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে তৃতীয় ধাপে সাড়ে ৫৮ হাজার ডোজ ফাইজারের ভ্যাকসিন এসেছে। বুধবার (৩ নভেম্বর) রাত ৯টায় এসব ভ্যাকসিনে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। যা সিভিল সার্জন কার্যালয়ের কেন্দ্রীয় ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। তিনি বলেন, রাতে ৫৮ হাজার ৫শ ডোজ ফাইজারের টিকা গ্রহণ করা হয়েছে। প্রতিবারের ন্যায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল,সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতালে এসব টিকা বিতরণ করা হবে।

এর আগে ১১ অক্টোবর চট্টগ্রামে ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা আসে। ১৬ অক্টোবর থেকে চট্টগ্রাম মহানগরে ফাইজারের টিকাদান শুরু হয়।  ২৬ অক্টোবর ২য় দফায় আরও ১৮ হাজার ৭২০ ডোজ টিকা আসে। ৩য় দফায় আসে ৫৮ হাজার ৫শ ডোজ টিকা।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ