29 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৫
Bnanews24.com
Home » অবশেষে স্বামীও চলে গেলেন না ফেরার দেশে

অবশেষে স্বামীও চলে গেলেন না ফেরার দেশে

অবশেষে স্বামীও চলে গেলেন না ফেরার দেশে

বিএনএ, সীতাকুণ্ড:চট্টগ্রামের সীতাকুণ্ডে বিচ্ছেদ হওয়া স্ত্রীকে ছুরি মেরে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করা সেই স্বামীও মারা গেছেন।মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, ‘সীতাকুণ্ডের প্রেমতলা এলাকায় ছেড়ে দেয়া স্ত্রীকে ছুরিকাঘাত করে খুন করে স্বামী। পরে স্বামী নিজেও বিষপান এবং নিজের পেটে নিজেই ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।’

উল্লেখ্য, গত বুধবার (২৭ অক্টোবর) সীতাকুণ্ডে ডিভোর্সের জের ধরে স্ত্রী যূথী সূত্র ধরকে (১৮) ছুরিকাঘাতে হত্যার পর স্বামী অভি ধর (২২) নিজেকেও ছুরিকাঘাত করে এবং বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ