36 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পরকালের জন্য আমল সঞ্চয় করার জায়গা হ‌লো দু‌নিয়া

পরকালের জন্য আমল সঞ্চয় করার জায়গা হ‌লো দু‌নিয়া


বি এন এ, লোহাগাড়া(চট্টগ্রাম):১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ১৭তম দিবসের অনুষ্ঠান ৩ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত সীরতুন্নবী (সা.) মাহফিলের আজকের মাহফিলে আলোচনায় অংশ নেন আলহাজ্ব মাওলানা এমদাদুল ওয়াহেদ, আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক ও আলহাজ্ব মাওলানা মিযানুর রহমান সাঈদ। কলিমায়ে তাইয়্যেবার পরিচয় ও তাৎপর্য, কবর জীবন এবং মহানবী (সা.)-এর শ্রেষ্ঠতম মুযিজা আল কুরআন বিষয়ে এদিন আলোচনা করা হয়। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ পরিচালনায় কববের জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক বলেন, পরকালের অনন্তকালের জীবনের জন্য আমাদের প্রথম স্টেশন হচ্ছে কবর। প্রথম এই স্টেশনটা যিনি নিরাপদে পার করতে পারবেন, মোটামুটি আশা করা যায়, রোজ কেয়ামতের দিন, হাশর ও মীযানের সময়ও তিনি নিরাপদে পার করতে পারবেন। তাই আমাদের সকলের চেষ্টা করা উচিত, কবরের জীবনে যাতে করে শান্তিতে থাকতে পারি তার জন্য আত্মনিয়োগ করা। প্রতিদিন কবর থেকে আওয়াজ ভেসে আসছে, হে পৃথিবীবাসী! তোমরা এমন ঘর আবাদ করছ, যা অচিরেই তোমাদের নিকট থেকে ছিনিয়ে নেয়া হবে এবং ঐ ঘরকে অনাবাদ রাখছ, যেখানে অতি সত্বর তোমরা চলে আসবে। তোমরা এমন ঘর-আবাদ করছ, যেখানে অন্যলোক বসবাস করবে এবং তারা উপকৃত হবে। আর ঐ ঘর তোমরা অনাবাদ রাখছ, যেখানে তোমরা চিরদিন বসবাস করবে। দুনিয়া কর্মতৎপরতা, আমল সঞ্চয় করা এবং খেতের ফসল সংগ্রহ করার জায়গা। পটিয়া জিরি মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ খোবাইব ছদরতে বিশেষ মেহমান ছিলেন স্থানীয় সাংসদ প্রফেসর ড. মাওলানা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। দুটি অধিবেশনের শুরুতে কোরআত থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ ফারদিন আরাফাত রাযীন ও হাফেজ মাওলানা রবিউল হাসান। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ জামাল উদ্দীন, জিয়াউদ্দীন আল আজাদ ও তানবীরুল হক তাহসীন। এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, মাওলানা অলি উদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার, মাওলানা আবদুল মন্নান, মাহবুবুল হক, ইমাম বায়হাকি, সাংবাদিক মোহাম্মদ সোহেল তাজ প্রমুখ।

Loading


শিরোনাম বিএনএ