দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
22 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বিএনএ, ফেনী : ফেনীর দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো পশ্চিম ধর্মপুর গ্রামের আমিন উল্লাহ মৌলভি বাড়ির আলাউদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয় (১০) ও একই বাড়ির প্রবাসী ছালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই-বোন।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয় দুই শিশু। স্থানীয়রা তাদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এ বিষয়ে দাগনভূঞা ওসি ইনচার্জ লুৎফুর রহমান বলেন, ‘বাড়ির পাশে একটি মাঠে তারা খেলতে গিয়েছিলো। এই সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়।’

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ