25 C
আবহাওয়া
৭:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » পল্লবীর যুবলীগ নেতা ওয়াসিম গ্রেপ্তার

পল্লবীর যুবলীগ নেতা ওয়াসিম গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে ইমন হোসেন আকাশ হত্যা মামলায় শেখ মোহাম্মদ ওয়াসিম নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়াসিম পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।

গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আন্দোলনে অংশ নেন ইমন। এ সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। গুলিতে গুরুতর আহত ইমনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ইমনের মা গত ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

ডিএমপি জানায়, গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ