24 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » স্বপ্নের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

স্বপ্নের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

স্বপ্নের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

বিএনএ. স্পোর্টস ডেস্ক: ক্রীড়াপ্রেমীদের জন্য স্বপ্নের এক ম্যাচ। আগামী রোববার ফিফা ফুটসালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। এতে করে ফিফার কোনো টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ফুটবল বিশ্বকাপের ফাইনালে দুই লাতিন আমেরিকার কখনো দেখা না হলেও ফুটসাল তাদের মিলিয়ে দিয়েছে।

উজবেকিস্তানে হওয়া ফিফা ফুটসালের দশম আসরে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। ফুটবলের মতোই এ খেলাতেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম সেমিফাইনালে ইউক্রেনকে হারায় ৩-২ ব্যবধানে। দীর্ঘ ১২ বছর পর তারা ফাইনালে উঠেছে। আর গতকাল ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

ব্রাজিলের মতোই সমান ৩-২ ব্যবধানে গতকাল ফ্রান্সের বিপক্ষে জয় লাভ করে ২০১৬ সালের ফুটসাল চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে উঠেছে আলবিসেলেস্তারা। সর্বশেষ ফাইনালে পর্তুগালের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। ফাইনাল নিয়ে রোমাঞ্চিত দুই দলের খেলোয়াড়রা।

দুই দলের ফাইনাল ম্যাচ আগে থেকেই ফুটসাল ঈশ্বর নির্ধারিত করে রেখেছেন বলে মনে করেন ব্রাজিলের উইঙ্গার। তিনি বলেছেন, ‘এটা এমন এক ম্যাচ এবং ডার্বি, যেখানে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। এর চেয়ে আর বড় ম্যাচ নেই। আমার মনে হয়, ফুটসাল ঈশ্বর ফাইনালটি আগেই ঠিক করে রেখেছেন। আর ফাইনালটা হওয়াই উচিত।

অন্যদিকে ফুটসাল ইতিহাসের সেরা ম্যাচ বলেছেন আর্জেন্টিনার গোলরক্ষক নিকো সারমিয়েন্টো। তিনি বলেছেন, ‘ফুটসালের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ, আমার মনে এতে কোনো সন্দেহ নেই। আমার মতে, ব্রাজিল এবং আর্জেন্টিনায় জন্ম এমন সব মানুষের জন্য স্বপ্নের ম্যাচ। এমনকি পুরো বিশ্বের জন্যও। আর্জেন্টিনা-ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় ডার্বি সবাই দেখতে উন্মুখ থাকে।’

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ