বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচি রোডমার্চ সফল করতে চট্টগ্রামের প্রবেশপথ মিরসরাইয়ের পথ-সভাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।
বুধবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে মিরসরাই ও উত্তর জেলা বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীদের নিয়ে মিরসরাই সদর এলাকায় সমাবেশস্থল পরিদর্শন করেন।
সমাবেশের মঞ্চ প্রস্তুতি পরিদর্শনকালে তিনি বলেন, ‘বৃহস্পতিবারের এ সমাবেশে শুধুমাত্র বিএনপি দলীয় নেতাকর্মী নয়, সর্বস্তরের জনগণের স্বতস্ফূর্ত সমাগম ঘটবে’।
এছাড়া তিনি বলেন, সমাবেশে পুলিশি অনুমতি কিংবা সমাবেশস্থল নির্ণয়ের ক্ষেত্রে কোন ধরণের বাধাবিঘ্নের সম্মুখ এখনো হতে হয়নি। বৃহস্পতিবারের সমাবেশ ঘিরে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা হবেনা বলে আমাদের বিশ্বাস। এখানে চারদিক থেকে লোকসমাগম ঘটবে। পথসভা মহাসমাবেশে পরিণত হবে বলে আমার বিশ্বাস করি।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, আজিজুর রহমান, চট্টগ্রাম জেলা ছাত্রদলের সভপতি জাহিদুল আফছার জুয়েল, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন, সদস্য সচিব মো. জাহিদ হোসেন প্রমুখ।
আরও পড়ুন: রাষ্ট্রপতির নিকট ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে খালেদা জিয়ার : আনিসুল হক
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় মিরসরাই সদরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তার বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/ বিএম