21 C
আবহাওয়া
১০:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কামরাঙ্গীরচরে তুচ্ছ ঘটনায় অটোচালককে কুপিয়ে হত্যা

কামরাঙ্গীরচরে তুচ্ছ ঘটনায় অটোচালককে কুপিয়ে হত্যা

কামরাঙ্গীরচরে তুচ্ছ ঘটনায় অটোচালককে কুপিয়ে হত্যা

বিএনএ, ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর বড়গ্রাম এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আলমগীর নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোহাম্মদ মামুন জানান, শহিদুল সকালে বাসা থেকে বের হওয়ার সময় আচারওয়ালা গলিতে আলমগীর নামের এক যুবকের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুলকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘাতক আলমগীর এলাকায় পুরাতন মোবাইলের ব্যবসা করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ছোট কৃষ্ণনগর গ্রামের আব্দুল আজিজ হালদারের ছেলে। কামরাঙ্গীরচরের বড়গ্রাম আচারওয়ালা ঘাট এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ