22 C
আবহাওয়া
৪:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামে পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামে পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তা এসএস শহীদুল্লাহর (৬২) মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি দুদক চট্টগ্রাম কার্যালয়ে উপপরিচালক পদে কর্মরত থাকা অবস্থায় এক বছর আগে অবসর গ্রহণ করেন। এরপর নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় মুহুরী বাড়িতে বসবাস করছিলেন তিনি।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।

চান্দগাঁও থানার ওসি মো. খায়রুল ইসলাম জানান, এসএম শহীদুল্লাহ একটি সিআর মামলার আসামি। আদালতের পরোয়ানায় মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। থানায় আনার কিছুক্ষণ পর তিনি অসুস্থবোধ করলে আত্মীয়-স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। এ সময় সঙ্গে পুলিশও ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মৃত এসএম শহীদুল্লাহর ছোট ভাই একরাম উল্লাহ বলেন, আমার ভাই অসুস্থ ছিলেন। পুলিশ তাকে জোর করে থানায় নিয়ে যায়। ওষুধ খাওয়ার সময়টাও দেয়নি। এরপর থানায় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে আমার ভাই মারা যান।

ওসি খাইরুল ইসলাম আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেটের পরিদর্শন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র