ফেনী সদরে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বিরিঞ্চি ফকির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাবা রনি হোসেনের দাবি তার সন্তানকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। খবর-বাসস
নিহত মাইদুল ইসলাম শাহাদাত (১৩) সপ্তম শ্রেণি এবং রাহাদুল ইসলাম গোলাপ (৭) দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর ঘুমন্ত ভাই চিৎকার শুরু করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখেন ঘরটির দরজা বাইরে থেকে রশি দিয়ে বাঁধা। এতে ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এসময় দুই সন্তানকে চোখের সামনেই আগুনে পুড়তে দেখেন বাবা-মাসহ প্রতিবেশীরা।
নিহতের বাবা রনি জানান, ঘরের একটি কক্ষে দুই ছেলে থাকত। সেই কক্ষেই আগুন লাগে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে বড় ছেলে শাহাদাতের দগ্ধ মৃতদেহ খাটের ওপর পাওয়া যায়। ছোট ছেলে গোলাপকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নিহত দুই শিশুর বাবা রনি ও মা পলি বলেন, ‘কয়েকদিন আগে পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি এবং আনোয়ার তাদের এক স্বজনের মৃতদেহ দাফন করতে গেলে আমাদের কথা কাটাকাটি হয়। এরপর থেকেই আমাদের দেখে নেওয়ার হুমকি দেয় তারা। তারা এই আগুন লাগিয়েছে।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে আইনি পদক্ষেপ নেয়া হবে।
বিএনএনিউজ২৪/ এমএইচ