16 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে সপ্তাহ খানেক পরই। তার আগে অস্বস্তিতে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে অ্যারন ফিঞ্চের দল। সেই সিরিজের স্কোয়াডে থাকা মার্কাস স্টয়নিসকে পাচ্ছে না স্বাগতিকরা।

চোটের জন্য ভারত সফরে ছিলেন না এ অলরাউন্ডার। ইনজুরি থেকে সেরে উইন্ডিজ সিরিজে খেলার কথা ছিল মারকুটে এ ব্যাটারের। কিন্তু চোট কাটিয়ে উঠতে না পারায় সিরিজ থেকে ছিটকে পড়েছেন স্টয়নিস।

গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজের মাঝপথে সাইড স্ট্রেইন সমস্যায় পড়েন এ অজি ক্রিকেটার। তারপর আর ক্রিকেটে ফিরেন নি তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে ফিরবেন বলে আশাবাদী ছিলেন তিনি। কিন্তু তা আর সম্ভব হচ্ছে না। শঙ্কা রয়েছে বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন তো তিনি।

আগামী বুধবার মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি। তারপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং এরপরই বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ