32 C
আবহাওয়া
৬:৪৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » বিমান হামলায় আল-শাবাব শীর্ষ নেতা নিহত

বিমান হামলায় আল-শাবাব শীর্ষ নেতা নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : বিমান হামলায় আল শাবাবের এক শীর্ষ নেতা নিহত  হয়েছের।  সোমালিয়ার দক্ষিণাঞ্চলে  যৌথ বিমান হামলায় আল-শাবাবের ঐ শীর্ষ জঙ্গী  নেতা  নিহত হন  বলে দেশটির সরকারের পক্ষ থেকে নিশ্চিত  করা হয়েছে।

২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সাত নেতার একজন  আবদুল্লাহি ইয়ারে ধরার জন্য ওয়াশিংটন তিন মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষনা করেছিল।

তথ্য মন্ত্রণালয় সোমবার অনলাইনে পোস্ট করা  এক বিবৃতিতে বলা হয়, উপকূলীয় শহর হারামকার কাছে সোমালি সেনাবাহিনী ও আন্তর্জাতিক বাহিনীর  ড্রোন হামলায় ১ অক্টোবর হামলায় ইয়ারে নিহত হয়েছে।

এতে বলা হয়েছে, ওই নেতা ছিল শাবাব গ্রুপের প্রধান প্রচারক ও অন্যতম কুখ্যাত সদস্য। আল-শাবাবের একটি শক্তিশালী পরামর্শ সংস্থার কথা উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে শুরা কাউন্সিলের সাবেক প্রধান ও অর্থ বিষয়ক গ্রুপের পরিচালক ছিল ইয়ারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 142 


শিরোনাম বিএনএ