20.7 C
আবহাওয়া
৭:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আজকের পুঁজিবাজার : লেনদেন বাড়লেও কমেছে সূচক

আজকের পুঁজিবাজার : লেনদেন বাড়লেও কমেছে সূচক

দেশের দুই পুঁজিবাজারে সূচকের রেকর্ড

বিএনএ,ঢাকা: দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৪ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।তবে এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। ডিএসইতে এদিন ২ হাজার ৭৪৯ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩১০ কোটি টাকা বেশি।

এদিকে, অপর পুঁজিবাজার সিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ২৩৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। দিন শেষে সিএসইতে ১১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৬ টাকা বেশি।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ