19 C
আবহাওয়া
৭:৩০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » “গলুই”সিনেমায় শাকিবের লুক!

“গলুই”সিনেমায় শাকিবের লুক!

“গলুই”সিনেমা: শাকিবের লুক!

বিএনএ, বিনোদন ডেস্ক:  একটি সিনেমায় চরিত্র অনুযায়ী লুক ঠিক থাকলে অভিনয় ৫০% সহজ হয়ে যায়। একজন শিল্পী তখন সেই চরিত্রের সাথে সহজেই মিশে যেতে পারে, গ্রহণযোগ্য  হতে পারে। দর্শকের কাছেও তাকে  তখন বাস্তবিক মনে হয় ।
ছবিটিতে খেয়াল করুন “পদ্মা নদীর মাঝি” তে রাইসুল ইসলাম আসাদের শুধুমাত্র  লুক ও মেকাপ এর কারণেই চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছে। এবং ক্যামেরার সামনে যখন তিনি দাঁড়িয়েছেন তখন কিন্তু অভিনয়টা আরও সহজ হয়ে গেছে যেটা পরবর্তীতে সিনেমায় দেখেছি।

অন্যদিকে পাশের ছবিটিতে শাকিব খান ঠিক তার বিপরীত। যেমনটা মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা “এই তো প্রেম” এ দেখা গিয়েছিলো। সেই ছবিটা লুক, কস্টিউমের কারণে দারুণ সমালোচিত হয়েছিল।   যার ফলে সেখানে অভিনয়ও ফুটে উঠেনি চরিত্র অনুযায়ী। দর্শক কিং খান কে গ্রহণ করেনি।
“গলুই” মুভির পুরো টিমটাই অসাধারণ । সেখানে শুধুমাত্র শাকিব খানের এই লুক, ফিটনেস, পোশাকের কারণে অভিনয়ের যে ঘাটতি পর্দায় ফুটে উঠবে সেটা কিন্তু ধারণা করা যায়।”এই তো প্রেম” এর মতো শাকিবের সাথে একই ঘটনা কী ঘটতে যাচ্ছে “গলুই” তে কী মনে হয়?পরিচালক হয়তো এই ব্যাপারটা খেয়াল করেননি।

বিএনএ/ রিপন রহমান, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ