29 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » ভারতে কৃষক বিদ্রোহ: লখিমপুর রণক্ষেত্র, নিহত ৮

ভারতে কৃষক বিদ্রোহ: লখিমপুর রণক্ষেত্র, নিহত ৮

ভারতে কৃষক বিদ্রোহ: লখিমপুর রণক্ষেত্র, নিহত ৮

বিএনএ, বিশ্ব ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের গাড়ি চাপায় ২ কৃষক নিহত হয়। কৃষক বিদ্রোহ দমন করতে গিয়ে পুলিশ গুলি চালায়। এতে নিহত হয় ৮ কৃষক । রোববার বিকালে এ ঘটনা ঘটে। লখিমপুর রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায়  সারা ভারত জুড়ে তোলপাড় চলছে।

লখিমপুর খেড়ির অতিরিক্ত পুলিস সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, ওই সংঘর্ষে ৪ কৃষক সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে, অজয় মিশ্রের দাবি, তাঁর ছেলে কনভয়ে ছিল না। থাকলে তাকেও পিটিয়ে মেরে ফলতো কৃষকরা।  

স্থানীয় সংবাদপত্র সূত্র জানায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের প্রতিবাদে আজ সকাল থেকে বিক্ষোভ করছিলো এলাকার কৃষকরা। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি ২ কৃষককে পিষে দেয়। সেই গাড়িতে ছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে। ওই খবর ছড়িয়ে পড়তেই সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো লাখিমপুর । উত্তেজিত কৃষকরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। একটি ভিডিও চিত্রে একটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে প্রতিবাদীরা। গাড়ির পাশেই পড়ে রয়েছে একটি মৃতদেহ। 

কৃষক মৃত্যুর ঘটনায় উত্তর ভারতের কৃষক ইউনিয়নগুলি জেলাশাসকের দফতরে বিক্ষোভের ডাক দিয়েছে। ঘটনার পরই টুইট করে ঘটনা নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল ঘটনাস্থল যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।

 লখিমপুর খেড়িতে যাচ্ছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। ঘটনাস্থলে আসছে পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লামপুর খেড়ির দিকে রওনা দিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধীও ।

বিএনএনিউজ২৪/এসজিএন/ওয়াই্এইচ

Total Viewed and Shared : 135 


শিরোনাম বিএনএ