28 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৫, ২০২৫
Bnanews24.com
Home » তারেক রহমান দেশে ফিরতে চাইলে, সহায়তা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

তারেক রহমান দেশে ফিরতে চাইলে, সহায়তা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়


বিএনএ, ঢাকা : দেশে ফেরার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকলে সহায়তা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, “উনি (তারেক রহমান) এই দেশের নাগরিক। উনি আসতে পারেন যেকোনো সময়ই। আসার জন্য যদি ওনার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করবো।”

তারেক রহমান কখন দেশে ফিরবেন, সেই সিদ্ধান্ত তিনিই নেবেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা তার জানা নেই।

এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ যে চিঠি ভারতকে দেওয়া হয়েছিল, এরপর আর কোনো অগ্রগতি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এরপর এ বিষয়ে আর কোনো চিঠি দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তা জানানো হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ