28 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৪, ২০২৫
Bnanews24.com
Home » পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক


বিএনএ, ঢাকা: যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কার্যালয়ে এ বৈঠক চলে বলে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। তবে এখন পর্যন্ত কোনও পক্ষেরই বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি।

এপ্রিলের পর গত শনিবার ( ৩১ আগস্ট) এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। ঢাকা থেকে গত বুধবার তিনি কক্সবাজারে যান এবং রাতে আবার ঢাকায় ফিরে আসেন।

২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিটার হাস ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের জুলাই-আগস্টে গণআন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি দায়িত্ব শেষ করে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফেরেন। এরপর মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর নিয়ে অক্টোবরে যোগ দেন বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে।

প্রতিষ্ঠানটি কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে। কোম্পানিটি জানিয়েছিল, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে পিটার হাসের কাজের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তারা। সেই সূত্রে পিটার হাস অবসর নেওয়ার পরও প্রায়ই বাংলাদেশ সফর করেন।

উর্লেখ্য, গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বছরপূর্তিতে কক্সবাজারে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পিটার হাসের গোপন বৈঠকের গুঞ্জন ওঠে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। রয়টার্স জানায়, তখন তিনি ওয়াশিংটনে অবস্থান করছিলেন। ঢাকায় দায়িত্ব পালনের সময় থেকেই আলোচনায় ছিলেন পিটার হাস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার যোগাযোগ, বিবৃতি ও কার্যক্রম তাকে সবসময় সংবাদের শিরোনামে রেখেছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ