28 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি

পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি

cec

বিএনএ, ডেস্ক :  পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে নিজের দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন।

পদত্যাগ কবে করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, “যা বলার বৃহস্পতিবার ১২টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।”

রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করার বিষয়ে সিইসি বলেন, “বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।”

এর আগে গত ২৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘সংস্কার-বিপ্লব ও ফরমান : সরকার ও সংবিধান’ শিরোনামে কলাম লেখেন কাজী হাবিবুল আউয়াল। ওই কলামে তিনি দাবি করেন, তিনি আলোচনার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না।

এ ছাড়া ওই কলামে কাজী হাবিবুল আউয়াল দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান স্থগিত না করেই যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম চলছে, তাতে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশন ‘সাংবিধানিক সংকটে’ পড়বে। এমন প্রেক্ষাপটে ‘বিপ্লবের উদ্দেশ্যসমূহকে এগিয়ে নিতে’ অসামরিক ফরমান জারি করে সংবিধান পুরোপুরি অথবা আংশিক স্থগিত করার আহ্বান জানান তিনি।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ