25 C
আবহাওয়া
৩:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে আগ্নেয়াস্ত্রসহ ১০ ডাকাত গ্রেপ্তার

ফেনীতে আগ্নেয়াস্ত্রসহ ১০ ডাকাত গ্রেপ্তার

ফেনীতে আগ্নেয়াস্ত্র সহ ১০ ডাকাত গ্রেফতার

বিএনএ, ফেনী: ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন দক্ষিণ লাঙ্গলমোড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় আগ্নেয়াস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি সিএনজিসহ সংঘবদ্ধ ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)রাত ১টায় ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ঘোপাল ইউনিয়নের দক্ষিন লাঙ্গলমোড়া এলাকার পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- ১। মো. মজিবর (৪০), পিতা-মৃত আনোয়ার উল্লাহ পাটোয়ারী, ২। মো. দেলোয়ার হোসেন (২৮), পিতা- মো. সিরাজ সরদার, ৩। মো. মাসুদ (১৯), পিতা- আবুল বাশার ঢালী, ৪। মো. সোহেল (২৫), পিতা- মোহর আলী মাঝি, ৫। মোঃ জহির (২৪), পিতা- আব্দুল মালেক গাজী, ৬। মো. জহির ইসলাম (২১), পিতা- শরবত আলী বেপারী, ৭। মোঃ ইকবাল হোসেন (২১), পিতা- মৃত রফিক নকতি, ৮। মোঃ সালাউদ্দিন (১৯), পিতা- আলাউদ্দিন, ৯। মো. রুবেল (২২), পিতা- মো. আমির হোসেন,এবং ১০। আব্দুর রহিম (১৯), পিতা- বেলাল হোসেন।

আসামীদের তল্লাশি করে সিএনজির ভিতর থেকে ১টি একনলা বন্দুক, ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি কিরিচ এবং ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি সিএনজি জব্দ করা হয়। তারা বেশিরভাগ সদস্য লক্ষীপুর জেলার বাসিন্দা এবং তারা আন্তঃজেলা ডাকাতির সাথে জড়িত। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী সাধারণ পথচারীকে জিম্মি করে অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি করে।

গ্রেপ্তার আসামি এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্র ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/হাসনা

Loading


শিরোনাম বিএনএ