বিএনএ, ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসায় অপূর্ব বাড়ৈ (২৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
অপূর্ব বাড়ৈ সায়দাবাদের আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শাহিন আলম জানান, আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, আমরা তার স্বজনের কাছে থেকে জানতে পেরেছি অপূর্ব সায়দাবাদের আর কে চৌধুরী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাতে তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে দুপুরে তাকে অনেক ডাকা-ডাকি করলেও দরজা না খোলায় পরিবারের সন্দেহ হলে দরজা ভেঙে দেখে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন তিনি।পরে পুলিশকে খবর দেওয়া হয়। আমরা এসে মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।অপূর্বের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপ জেলার নখডা গ্রামে। তিনি খিলগাঁওয়ের থাকতেন।
বিএনএনিউজ/আজিজ/ এইচ.এম।