22 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ওমরা শেষে কাবাঘরে মারা গেলেন মনজুর

ওমরা শেষে কাবাঘরে মারা গেলেন মনজুর

ওমরা শেষে কাবাঘরে মারা গেলেন মনজুর

বিএনএ, কক্সবাজার: পবিত্র ওমরা হজ পালন শেষে কাবাঘরের সামনেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন কক্সবাজারের পেকুয়ার মঞ্জুর আলম নামে এক বৃদ্ধ। সোমবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় তোয়াফ শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

নিহত মঞ্জুর আলম পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবচারের বাবা। পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকার বাসিন্দা তিনি।

বিষয়টি দেশে কল করে ছেলে ও আত্মীয় স্বজনদেরকে নিশ্চিত করেছেন তার সাথে সৌদি আরবে ওমরা করতে যাওয়া স্ত্রী শামসুর নাহার ও তাদের সহযাত্রী শফিউল আলম মিয়া।

শফিউল আলম মিয়া জানান, তিনি ওমরা হজ করতে পেরে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং খুশি মনে কাবাঘর থেকে বের হওয়ার পথে হার্ট অ্যাটাকে মারা যান।

আরও পড়ুন: চসিকের দুই ওজন স্কেল চালু

মঞ্জুর আলমের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ বাহার জানান, আমার বাবা ও মা শনিবার পবিত্র ওমরা হজ পালন করতে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্য পেকুয়া থেকে চলে যান। সৌদি বিমানের এক ফ্লাইটে করে যথাসময়ে মক্কা নগরীতে পৌঁছেন তারা। ওমরা হজ পালন শেষে আমার বাবার মৃত্যু হয়েছে। আমরা বাবার মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, তিনি আমার জেঠা। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পারিবারিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ