29 C
আবহাওয়া
১:৪৬ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » একাদশে ভর্তির প্রথম ধাপের ফলাফল মঙ্গলবার

একাদশে ভর্তির প্রথম ধাপের ফলাফল মঙ্গলবার

একাদশে ভর্তির প্রথম ধাপের ফলাফল মঙ্গলবার

বিএনএ, ঢাকা: একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদনের ফলাফল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। প্রথম ধাপে ভর্তির জন্য ১৩ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি সূত্রে জানা গেছে, প্রথম ধাপের ফল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার পর প্রকাশ করা হবে। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭-১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন। এদিকে ১২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফলও প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।

১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে।

আরও পড়ুন: ববির এআইএস বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ভর্তি শুরু হবে ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এরপর আগামী ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাস করেছেন।

সারাদেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। সব বোর্ড মিলিয়ে পাস করেছে প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। সেই হিসাবে সাড়ে ৯ লাখেরও বেশি আসন খালি পড়ে থাকবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ডাকাত সর্দারের আস্তানায় মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা দিলেন চসিক মেয়র ইয়েমেনের তেলবন্দরে আমেরিকার বিমান হামলায় নিহত ৩৮ সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে আপত্তিকর ব্যনার টাঙায় সিইউজে'র উদ্বেগ-নিন্দা সরকারের সংস্কার কাজে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র কুড়িল-বসুন্ধরা সড়ক বন্ধ থাকবে ২৯ ঘণ্টা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের হারিয়ে যাওয়া ২৫১ মোবাইল উদ্ধার করল ডিএমপি