15 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ডেঙ্গু: চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১

ডেঙ্গু: চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১

ডেঙ্গু

বিএনএ, চট্টগ্রাম: গত ২৪ ঘন্টায়  আরও ১৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছে ১ জন। এ সময়ে জেলায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫৫ জনে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ৩১৭ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৭ জন এবং জেলার অন্য হাসপাতালগুলোতে ১৭৫ জন ভর্তি রয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ