32 C
আবহাওয়া
১১:২২ পূর্বাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে কোটি টাকার ভারতীয় কাপড় সহ চোরাকারবারী আটক

ফেনীতে কোটি টাকার ভারতীয় কাপড় সহ চোরাকারবারী আটক

ফেনীতে কোটি টাকার ভারতীয় কাপড় সহ চোরাকারবারী আটক

বিএনএ, ফেনী : ফেনী থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রীপিস ও লেহেঙ্গা উদ্ধারসহ এক চোরাকারবারীকে  আটক করেছে র‌্যাব  -৭ ।   রোববার(৪ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়। আটককৃত  মোঃ শাহ আলম (২৮) কুমিল্লার চৌদ্দগ্রাম থানার  বিজয়করা এলাকার আ: জলিলের ছেলে।

র‌্যাব-৭ জানায়,  গোপন সংবাদের মাধ্যমে তারা  জানতে পারে যে, কিছু চোরাকারবারী ফেনী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি কাপড় নিয়ে একটি কাভার্ডভ্যানে করে   ফুলগাজী থানা এলাকা থেকে চট্টগ্রাম এর দিকেে আসছে । উক্ত সংবাদের ভিত্তিতে  ফেনীর  মডেল থানাধীন হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় মোঃ শাহ আলমকে আটক করা হয়।   পরে তার কাছে থাকা  ৪২ টি পাটের বস্তা ও ৪ টি প্লাস্টিকের বস্তা থেকে প্রায় ১ কোটি টাকার  ২,৮৮০ পিস ইন্ডিয়ান শাড়ি, ২৩৫ পিস লেহেঙ্গা এবং ১০০ পিস থ্রিপিস উদ্ধার করা হয় ।

আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ