20 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে শাওন হত্যা; বিএনপির ১০ জন রিমান্ডে

নারায়ণগঞ্জে শাওন হত্যা; বিএনপির ১০ জন রিমান্ডে

নারায়ণগঞ্জে শাওন হত্যা

বিএনএ ডেস্ক: নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার বিএনপির ১০ জনের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসীনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ যাদের রিমান্ড পেয়েছেন তাদের মধ্যে আছেন-মো. আব্দুস সাত্তার (২২), মো. মজিবুর রহমান (৫২), রঞ্জন কুমার দেবনাথ (৩৬), রাজিব (৩৮), মো. জনি (৩৮), বাদল (৩৩), মো. আবুল কালাম ভূঁইয়া (৪৮), রিমন (২২), ইমন (১৮) ও সোহান (১৫)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সদর থানায় করা মামলায় ১০ জনকে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের প্রত্যেকের একদিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এর আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাসহ ৭১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ করা হয়।

এ ঘটনায় পুলিশের ১৫ জন ও বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন। নিহত হন শাওন নামে এক যুবদল কর্মী।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ