19 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীতে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ী বি-বাড়ীয়ার সরাইল উপজেলার দুলাল মিয়ার ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে শেখেরটেক এলাকায় ভাড়া থাকতেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে আহতাবস্থায় আজিজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি শেখেরটেক ৮ নম্বর রোডের বাজারের দুই ব্যবসায়ী গ্রুপের মারামারির এক পর্যায়ে আজিজকে ছুরিকাঘাত করা হয়।

তিনি আরও বলেন, আমাদের টিম কাজ করছে। কে বা কারা মেরেছে আমরা এখনো জানতে পারিনি। এটা বাজারের সবজি ব্যবসায়ী ও মাছ ব্যবসায়ী দুই গ্রুপের মাঝে ঝামেলার কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ