বিএনএ, ঢাকা : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
গত ২৪ ঘন্টায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ম রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সোমবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এর আগে শনিবার নাশকতার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
বিএনএনিউজ/এইচ.এম।