29 C
আবহাওয়া
৩:০৩ অপরাহ্ণ - আগস্ট ৪, ২০২৫
Bnanews24.com
Home » খুলনায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

খুলনায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

টঙ্গী ইজতেমা ময়দানে এপিবিএন সদস্যের মৃত্যু

বিএনএ, খুলনা : খুলনায় আল আমিন নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রদিয়ে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে ওই যুবককে গলাকেটে হত্যা করে নগরীর মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহত আল আমিন পেশায় একজন ঘের ব্যবসায়ী। তিনি দৌলতপুর মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার সাহেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিক পাড়া খানা বাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা গলাকেটে আল আমিনকে হত্যা করে। ঘটনার পরপরই পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। একইসঙ্গে তদন্ত করছে সিআইডিও।

পুলিশ আরও জানায় এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত সেটি জানার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে রয়েছেন। আশা করছি খুব শীঘ্রই এটি জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) তাজুল ইসলাম।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ