24 C
আবহাওয়া
১০:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ফিরছেন সাজেকে আটকা তিন শতাধিক পর্যটক

ফিরছেন সাজেকে আটকা তিন শতাধিক পর্যটক

ফিরছেন সাজেকে আটকা তিন শতাধিক পর্যটক

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ির মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে আটকা পড়া তিন শতাধিক পর্যটক সাজেক ত্যাগ করছেন। রোববার (৪ আগস্ট) সকাল থেকে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন।

জানা যায়, বাঘাইছড়িতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঘাইহাট-মাচালংয়ে সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধের কারণে সাজেক ভ্যালিতে তিন শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন। আজ সকালে তারা সাজেক থেকে ফিরছেন বলে নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন।

খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, গতরাত থেকে বৃষ্টি না হওয়ায় সড়কে পানি কমে গিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তাই সাজেক থেকে পর্যটকদের গাড়ি ছেড়ে এসেছে কিন্তু পর্যটক না থাকায় খাগড়াছড়ি থেকে পর্যটকবাহী কোন গাড়ি সাজেক যায়নি।

এ বিষয়ে সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারীরা ইন্দ্রজিৎ চাকমা জানান, আজ সকালে আটকে পড়া পর্যটকরা স্কর্টের মাধ্যমে সাজেকে ছেড়েছেন। যেহেতু দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তাই পর্যটকরা নিরাপদে চলে গেছেন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ