বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে শনিবারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের সঙ্গে পুলিশ ও সরকার দলীয় লোকজনের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত একজন মারা গেছেন। নিহতের নাম মো. শহীদ (৪০)। তিনি চকবাজার রসুলবাগ এলাকার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়। পেশায় মুদি দোকানি ছিলেন। এর আগে রাত ৮টার দিকে বহদ্দারহাটে গুলিবিদ্ধ হন তিনি।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, রাতে সিটি মেয়রের বাসায় একদল লোক হামলার চেষ্টা করে। ওই সময় বাসায় উপস্থিত ছিলেন সিটি মেয়র। হামলাকারীরা গুলিও ছোড়ে। তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে বলে শুনেছি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, শনিবার রাত ৮ টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন। ত্রিমুখী সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।
শনিবার বিকালে নগরীর নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ছিল। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা টাইগারপাস হয়ে বহদ্দারহাট যান। মিছিলটি যাওয়ার পথে টাইগারপাস পুলিশ বক্স, শিক্ষামন্ত্রী, চসিক মেয়রের বাসায় হামলা করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ-অভিযান) আব্দুল মান্নান মিয়া জানান, নগরীর বহদ্দারহাটে গুলিবিদ্ধ এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বহদ্দারহাটে পুলিশ কোনও গুলি ছোড়েনি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করেছে। ওই ব্যক্তি কীভাবে মারা গেলো তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/হাসনা