ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমন তথ্য জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখেন, শিক্ষার্থীরা তো অনেক দাবিই করছেন। এর একটি নিয়ে আপনি জানতে চাচ্ছেন। প্রধানমন্ত্রী চাইলে, অর্থাৎ তিনি যদি মনে করেন, আমি পদত্যাগ করবো।’
শনিবার (৩ আগস্ট২০২৪) রাত ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা এখন যা দেখছি— আন্দোলন যে পর্যায়ে গেছে, এটা কোনোদিন কাম্য ছিল না। জামায়াত বিএনপি ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল, দেশকে একটা অকার্যকর রাষ্ট্রের পরিণত করার জন্য শুরু থেকে চেষ্টা করছিল… আজকে আন্দোলনকারীরা তাদের ফাঁদে পড়েছে বলে আমরা মনে করি।
এজন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, তারা যেন তাদের লেখা পড়ায় ফিরে যান। যেহেতু তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও যদি তাদের কোনও কথা থাকে, তাহলে প্রধানমন্ত্রীর দরজা তাদের জন্য সবসময় খোলা আছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের অসহযোগ আন্দোলন তুলে নেয়া উচিত। তারা ভুল আন্দোলন করছেন।’
এসজিএন